বাংলাদেশের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় প্রতি বছর জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি (NST) ফেলোশিপ নামে গবেষনা খাতে আর্থিক অনুদান বা বৃত্তি বা ফেলোশিপ প্রদান করে। সরকার কর্তৃক অনুমোদিত বিশ্ববিদ্যালয়/গবেষণা প্রতিষ্ঠানে অধ্যয়নরত/গবেষণারত এমএস / এমএসসি,এমফিল এবং পিএইচডি পর্যায়ের ছাত্র-ছাত্রী/গবেষকদের জন্য এ ফেলোশিপ প্রযোজ্য।

জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি (NST) ফেলোশিপ এর গবেষনার ক্যাটাগরি
- ভৌত, জৈব ও অজৈব বিজ্ঞান, প্রকৌশল ও পরিবেশ বিজ্ঞান, নবায়নযোগ্য শক্তি, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, ন্যানোটেকনোলজি, লাগসই প্রযুক্তি;
- জীববিজ্ঞান ও চিকিৎসাবিজ্ঞান; এবং
- খাদ্য ও কৃষি বিজ্ঞান।
গবেষনার পর্যায়ঃ
এমএসসি, এমফিল ও পিএইচডি
জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি (NST) ফেলোশিপ এর যোগ্যতা
- সরকার স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা গবেষনা প্রতিষ্টানের পূর্নকালীন ছাত্র হতে হবে। খন্ডাকলীন আবেদন করতে পারবে না।
- একজন গবেষক ১ টি ক্ষেত্রে আবেদন করতে পারবেন
- এমফিল ও পিএইচডি এর ক্ষেত্রে অফিসের অনুমতি নিয়ে ভর্তি হয়ে থাকলে আবেদন করতে পারবেন।
- অন্য কোন ফেলোশিপ পান না পেলে আবেদন করতে পারবেন
- এমএসসি / এমএস পর্যায়ে বয়স ৩০ বছর; এমফিল পর্যায়ে বয়স ৩৫ বছর; পিএইচডি পর্যায়ে বয়স ৪৫ বছর
বিজ্ঞপ্তি প্রকাশের সময়কাল
সাধারণত এপ্রিল/মে মাসে বিজ্ঞাপ্ত প্রকাশ করা হয়
2021-2022 অর্থ বছরের জন্য এমএস / এমএসসি,এমফিল এবং পিএইচডি পর্যায়ের ছাত্র-ছাত্রী/গবেষকদের জন্য এ ফেলোশিপ এর বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। আবেদনের শেষ তারিখ: ৩১/০৮/২০২১


NST Fellowship 2021-2022 Circular with Application Form PDF Download
ফেলোশিপের পরিমান
- এমএস সি / এমএস : মাসিক ৪,৫০০/- টাকা, সর্বোচ্চ ১২ মাস = ৫৪,০০০/-
- এমফিল ১ম বর্ষ : মাসিক ৫,৭০০/- টাকা, সর্বোচ্চ ১২ মাস = ৬৮,৪০০/-
- এমফিল ২য় বর্ষ : মাসিক ৮,২৫০/- টাকা, সর্বোচ্চ ১২ মাস = ৯৯,০০০/-
- পিএইচডি : মাসিক ২৫,০০০/- টাকা, বার্ষিক ৩,০০,০০০/- টাকা, নবায়ন অনুমোদন সাপেক্ষে সর্বোচ্চ ৩ বছর।
ফেলোশিপের শিক্ষাগত যোগ্যতা
পরীক্ষার নাম | এমএসসি/এমএস পর্যায়ে | এমফিল পর্যায়ে | পিএইচডি পর্যায়ে |
---|---|---|---|
এসএসসি | 4.50 | 4.5 | 4.5 |
এইচএসসি | 4.50 | 4.5 | 4.5 |
স্নাতক | 3.4 | 3.2 | 3.2 |
স্নাকত্তোর | – | 3.2 | 3.2 |
ফেলোশিপ বাছাই প্রক্রিয়া
প্রাপ্ত দরখাস্ত পরীক্ষা করে উপযুক্ত শিক্ষার্থী/গবেষকদের প্রাথমিক তালিকা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হয়।বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকবৃন্দের সমন্বয়ে গঠি ত কমিটির মাধ্যমে তালিকাভুক্ত আবেদনকারীদের সাক্ষাৎকার গ্রহণ করে একাডেমিক নম্বর ও মৌখিক পরীক্ষার নম্বরের ভিত্তিতে চূড়ান্ত মেধা তালিকা প্রণয়ন করা হয়। মেধা তালিকা হতে বাজেটের সংস্থান অনুযায়ী ফেলোশিপের সংখ্যা নির্ধারণ করা হয়।
Others Scholarship Click Here
Join Facebook Group: Study Group of Jon and Scholarship